শাকিল আহমেদ,মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)’র শাখা ম্যানেজার নাজমুল হাসান এর বিরুদ্ধে গ্রাহকের কাছে ঋণ বিতরণে ঘুষ দাবীর অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী গ্রাহক মোঃ খলিলুর রহমান সংস্থাটির নির্বাহী পরিচালক বরাবরে ওই ম্যানেজারের বিরুদ্ধে একখান অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দরের মেসার্স নাছির এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোঃ খলিলুর রহমান দীর্ঘদিন ধরে সুনামের সাথে রড, সিমেন্ট, ইট ও বালুর ব্যবসা করে আসছেন। তিনি ব্যবসায়িক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য গত বছর রিক সংস্থা থেকে তিন লাখ টাকা ঋণ গ্রহণ করে বিধিমোতাবেক তা পরিশোধ করেন। তার লেনদেনে সন্তোষ প্রকাশ করে রিকের মাঠকার্মী ব্যবসায়ী খলিলুর রহমানকে পুনরায় ওই সংস্থা থেকে ঋণ নিতে অনুরোধ করেন। পরর্বতীতে ব্যবসায়ী খলিলুর রহমান পুনরায় ঋণের আবেদন করলে শাখা ম্যানেজার নাজমুল হাসান তার কাছে উৎকোচ দাবী করেন। এতে খলিলুর রহমান অপরাগতা প্রকাশ করলে ম্যানেজার নাজমুল অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভুল বুঝিয়ে তাকে ঋন দেওয়া বন্ধ করে দেয়। এব্যাপারে অভিযুক্ত নাজমুল হাসান জানান, ব্যবাসয়ি খলিলুর রহমান আমার আত্মীয়। বিষয়টি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করলে তারা তাকে ঋণ দেয়া বন্ধ রাখে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.