মুজিববর্ষ উপলক্ষ্যে জয়পুরহাটে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্ষক্রমের উদ্বোধন বিষয়ে প্রেস ব্রিফিং
- আপলোড সময়: ০১:৫৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
- / ৩৮১ বার পড়া হয়েছে
নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ- মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্ষক্রমের শুভ উদ্বোধন বিষয়ে জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। (২১ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুর ১২ টায় জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় ও প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, জয়পুরহাট জেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় (ক) শ্রেণীর ভূমিহীন ও গৃহহীনদের জন্য দুই শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক জয়পুরহাট সদর উপজেলায় ৪৬ টি, পাঁচবিবি উপজেলায় ৪৫ টি, আক্কেলপুর উপজেলায় ২১ টি, কালাই উপজেলায় ৪০, ক্ষেতলাল উপজেলায় ৮ টি গৃহ নির্মানের মাধ্যমে সর্বমোট ১৬০ টি গৃহ ১৬০ টি পরিবারকে আগামী ২৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পুনর্বাসন করা হবে এবং প্রতিটি গৃহে বিদ্যুৎ সংযোগে ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারি, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।