আরিফুল ইসলাম আরিফ,ভালুকা প্রতিনিধিঃ-ময়মনসিংহের ভালুকা উজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র সাংমার শেষ বিদায়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। উপজেলার ৭নং মল্লিকবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র সাংমা শনিবার বেলা ১১.২০ ঘটিকায় তার নিজ বাড়ীতে মৃত্যু বরন করেন। বিকাল ৫টায় তা নিজ বাড়ীতে বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র সাংমার রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন এবং মুক্তিযোদ্ধার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন সম্মান প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন, এসময় উপস্থিত ছিলেন মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আকরাম হোসাইন, ইউপি সদস্য শামসুল হক, ভালুকা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসান, এসআই বিল্লাল হোসেন সহ সঙ্গীয় ফোর্স সহ পুলিশ বাহিনীর সদস্যরা। তার মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তার আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.