মঠবাড়িয়ায় মিথ্যা মামলা দিয়ে ৯০ বছরের বৃদ্ধসহ একটি পরিবারকে হয়রনীর অভিযোগ
- আপলোড সময়: ০৯:৪০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
- / ৩০৪ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় জমিজমা বিরোধের জের ধরে প্রায় ৯০ বছরের এক বৃদ্ধসহ একই পরিবারের তিন জনকে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে। এঘটনায় স্থানীয় জনগণের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জানাগেছে, উপজেলার উত্তর মানিকখালী গ্রামের বৃদ্ধ করিম খা ও তার মামাতো ভাই নাসির হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে গত বুধবার নাসির হাওলাদার ওই বৃদ্ধ ও তার দুই পুত্রসহ ৬ জনের বিরুদ্ধে স্থানীয় থানায় দিন দুপুরে বসত ঘরে হামলা, ভাংচুর ও জমির ধান কর্তন করিয়া নিয়ে যাওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করেন। কিন্তু সরেজমিনে বসত ঘরে হামলা ও ভাংচুর কোন সত্যতা পাওয়া যায়নি। বৃদ্ধ করিম খা জানান, উপজেলার আমড়াগাছিয়া হোগলপাতি মৌজার ২৪৯নং খতিয়ানে ৭০২৪ ও ৭০২৭ নং দাগে ওয়ারিশ সূত্রে তিনি ৪৬ শতাংশ জমির মালিক এবং উক্ত জমি বর্তমান চলমান বিএস জরিপে তার নামে রেকর্ড হয়। তিনি রেকর্ডীয় জমিতে চলতি বছর আমন ধান রোপন করেন। কিন্তু প্রতিপক্ষ নাসির হাওলাদার উক্ত জমির ধান অবৈধভাবে নেয়ার জন্য তাকেসহ তার পরিবারের লোকজনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। স্থানীয় ইউ,পি সদস্য মোঃ নূরুল হক জানান, উভয় পক্ষের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলমান। কিন্তু নাসিরের বসত ঘরে হামলা ও ভাচুরের ঘটনা সত্য নয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এস আই, জিন্নাত আলী জানান, মামলাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।