বিজয় দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ার পদুয়ায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

- আপলোড সময়: ১০:৩২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
- / ৪৩১ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ার পদুয়ায় সুখবিলাশ ফিশারিজ এন্ড প্ল্যানটেশনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সুখবিলাস শেখ রাসেল স্মৃতি সংসদের সদস্য আদেল সাদিক মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুখবিলাস ফিশারিজ এন্ড প্ল্যানটেশনের চেয়ারম্যান এবং প্রভাবশালী আওয়ামী লীগ নেতা এরশাদ মাহমুদ।
মঙ্গলবার রাতে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির ক্রেস্ট গ্রহণ করেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গুনিয়া শাখার সভাপতি সাঈদ মাহমুদ রনি। পদুয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক বাবু বিধু মুৎসুদ্দীর সঞ্চালনায় ও পদুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সাবেক সদস্য রাশেদুল ইসলাম রাসেল, মুক্তিযোদ্ধা বাজার সমিতির সভাপতি জাহেদ হাসান তালুকদার, সুখবিলাস ফিশারিজ এন্ড প্ল্যানটেশনের জেনারেল ম্যানেজার টিটু কুমার বড়ুয়া, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন ও রানার্স-আপ ট্রপি এবং প্রাইজ মানি তুলে দেওয়া হয়। ফাইনালে ইশাত-শাওন জুটির মোহাম্মদ বরাত ও মোহাম্মদ শুভ ইয়াসিন-হুমায়ুন জুটিকে পরাজিত করে। সবশেষে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।