আমদানিকৃত পণ্য বোঝাই ভারতীয় ট্রাকে মিললো ফেন্সিডিল!! ট্রাক জব্দ

- আপলোড সময়: ১০:১৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
- / ৪৮৫ বার পড়া হয়েছে

ফারুক হাসান,বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল বন্দরে এবার ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাকে মিললো ২০০ বোতল ফেন্সিডিল ও বিভিন্ন প্রকার ঔষধ। ফেন্সডিলসহ ভারতীয় ট্রাকটি আটক করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার রাতে বেনাপোল স্থলবন্দরের টিটিআই টার্মিনাল থেকে এ ট্রাকটি আটক করা হয়। এসময় ট্রাকটি ফেলে চালক পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে একটি চোরাচালানী চক্র আমদানি কৃত মালামালের সাথে ভারতীয় ট্রাক চালকদের যোগসাজশে অবৈধ্য পন্য ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসছে। মাঝে মধ্যে দু’একটি চালান আটক হলেও আড়ালে থেকে যাচ্ছে এর গডফাদাররা। এর আগে কাস্টমস ও বিজিবি’র অভিযানে ভারতীয় ট্রাক থেকে অস্ত্র ও মদ উদ্ধার করেছে।বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অনুপম চাকমা জানান, ভারত থেকে আমদানিকৃত পণ্য নিয়ে আসা ট্রাকে মাদক আসছে। এ ধরনের সংবাদ পেয়ে বন্দরের টিটিআই টার্মিনাল থেকে ডব্লিউ এ-৬৬০৩ ভারতীয় ট্রাকটি আটক করা হয়।পরে ট্রাকটি কাস্টমস হাউজে এনে তল্লাশি করে ২০০ বোতল ফেন্সিডিল ও ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ জব্দ করা হয়। এসময় ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।