করোনায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন মুসাফির ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল হান্নান মুসাফির
- আপলোড সময়: ০৪:৩৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
- / ৮৫৩ বার পড়া হয়েছে
আনিসুর রহমান পলাশ,ষ্টাফ রিপোর্টার মক্কা মদিনাঃ আলহাজ্ব আবদুল হান্নান মুসাফির জিবিকার তাগিতে ২০০১ সালে পারি জমায় মরুর দেশ সৌদি আরব। নিজের কর্মদক্ষতায় ধিরে ধিরে শু রু করেন নিজ ব্যাবসা প্রতিষ্ঠান, আবদুল হান্নান মুসাফিরের বাড়ী চাঁদ পুর জেলার হাজি গনজ থানার দিকচাইল গ্রামে,দেশে থাকা অবস্থায় বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন,শিক্ষা জীবন থেকে লালন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ নামের সংগঠন টি,প্রবাসেও এসেও তিনি থেমে নেই, কাজের ফাকে যখনই সুযোগ পেয়েছেন সময় দিয়েছেন প্রবাসে গড়ে উঠা আওয়ামী লীগ এর বিভিন্ন সংগঠনকে।শুধু তাই নই বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব আছেন তিনি,কভিড ১৯ যখন সাড়া পৃথিবী অচল করে দিয়েছে তখন তিনি জীবনের ঝুঁকি নিয়ে মদিনার প্রবাসীদের পাশে দাড়িয়েছেন, ২০কিঃ ৩০ কিঃ প্রতিদিন দিন তার জিবনের ঝুঁকি নিয়ে ঘুরেছেন এবং খাবার বিতরন করেছেন, শুধু তাই নয় ওনার নিজ ফান্ড দিয়ে তিনি তৈরি করেছেন মুসাফির ফাউন্ডেশন নামে একটি অরাজনৈতিক সংগঠন।যার চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন তিনি নিজেই। যার প্রচার দে-শ বিদেশথেকে শুরু করে ওনার নিজ এলাকায় বেশ পরিচিত হয়ে উঠেছে।এই সংগঠনের মাধ্যমে তিনি তার মুসাফির ফাউন্ডেশন এর তহবিল থেকে দেশে ও বিদেশে অসহায় মানুষের সহযোগিতা করে থাকেন।তিনি বতমানে মদিনা বাংলাদেশী কমিউনিটি র পৃষ্ঠপোষকতায় ও মদিনা আওয়ামী যুবলীগ এর উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।তিনি চান সব সময় অসহায় মানুষের পাশে থাকতে, মানুষের জন্য কিছু করতে,ওনি খুবই একজন সৌখিন মানুষ, ওনি পশু পাখিকে খুব ভালবাসেন,ভালবেসে বাসায় লালন পালন করছেন, বিভিন্ন পাখি,কবুতর,হরিন, হাস,কুকুর, ঘোড়া আরও অনেক কিছু, সবই ওনার সখের জন্য। তিনি মানুষ কে খুব ভালবাসেন, তিনি চান সাড়া জীবন মানুষের র পাশে থাকতে, মানুষের জন্য কিছু করতে,আমরাও চাই আমাদের মাঝে মুসাফির ভাই বেচে থাকুক যুগের পর যোগ।সকল প্রবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।