ভালুকায় আবারো “ভূঁইয়া পেপার মিলে রুলারে পেঁচিয়ে কিশোর শ্রমিক নিহত।
- আপলোড সময়: ০৭:৪২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ৫৫৫ বার পড়া হয়েছে
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ীর কাশর এলাকায় ভূইয়া পেপার মিলে কাজ করার সময় ফ্যক্টরির অব্যবস্থাপনার কারণে রুলার মেশিনে পেঁচিয়ে আবারো মেহেদী হাসান (১৫) নামে এক কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার(১১জানুয়ারি) ভোরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত মেহেদী হাসান ভূঁইয়া পেপার মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। ভোরে কাজ করার সময় অসাবধানবশত মেশিনে পেঁচিয়ে নিহত হন । ভুঁইয়া পেপার মিলের এটমিন ম্যানেজার আব্দর রহিম জানান, ভোরের দিকে পেপার কাটিং নেয়ার সময় নিহত মেহেদীর লাশ অন্যান্য শ্রমিকরা দেখতে পেয়ে তাকে জানানো হয়। পরে থানায় ঘটনাটি অবহিত করলে পুলিশ আসে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহত মেহেদী হাসান উপজেলার হবিরবাড়ি পারাগাও এলাকার রফিকুল ইসলামের ছেলে। তার শরির রুলারের পেঁছিয়ে ঘটনাস্থলেই নিহত হন।