ময়মনসিংহ ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৪:৩৮:১২ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
  • / ৫৩১ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তিঃ-

গত ০৮-০১-২০২১ খ্রি:তারিখে দিগন্তবার্তা ডটকম (অনলাইন নিউজ পোর্টাল) এ প্রচারিত “ভালুকায় টিনের বেড়া দিয়ে বন বিভাগের জমিতে বসতঘর নির্মানের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি ভালুকা রেঞ্জ দপ্তরের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃত ঘটনা হচ্ছে ভালুকা উপজেলার ধামশুর মৌজার সিএস/এসএ ১১০৮ নং দাগটি গেজেট বিজ্ঞপ্তিত বনভূমি হওয়া সত্বেও সকল ভূমিকে জেলা প্রশাসক ও ভূমি দপ্তর হতে ব্যাপকভাবে আর ও আর ও বন্দোবস্ত প্রদান করা হয়েছে এবং সেটেলমেন্ট দপ্তর ময়মনসিংহ হতে সর্বশেষ বি.আর.এস, জরীপে কোন ভূমিই বনের নামে রেকর্ড করা হয়নাই। ফলে বিভিন্ন ব্যক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের নামে আর ও আর, বন্দোবস্ত বি.আর. এস, খতিয়ান প্রাপ্ত হওয়ার কারনে বনবিভাগের মাঠ পর্যায়ের কর্মীদের সাথে প্রতিনিয়ত সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় “দিগন্তটার্তা ডটকম” নামক একটি (অনলাইন নিউজ পোর্টালে) প্রকাশিত সংবাদে সিএস/এসএ দাগ নং ১১০৮ নিয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তাহা ভুল তথ্যভিত্তিক ও বানোয়াট। কঞ্জিউমার নীটেক্স দীর্ঘদিন পূর্ব হইতে তাহাদের আর ও আর ও বন্দোবস্ত পাওয়া ভূমিতে সীমানা প্রাচীর নির্মাণ করে শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করিয়াছেন। উক্ত দাগে বিভিন্ন আদালতে একাধিক মামলা চলমান আছে। সবুজ মিয়া এবং সুরুজ মিয়া দীর্ঘদিন পূর্ব হইতে অনুরুপ ভূমিতে বসবাস করছেন। বি.আর.এস, জরীপে গেজেট বিজ্ঞপ্তিত বনভূমি বনের নামে রেকর্ডভূক্ত না হওয়ায় ভূমি মন্ত্রনালয় ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের নির্দেশ অনুযায়ী ভূমি জরীপ ও রেকর্ড অধিদপ্তর এর সাথে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এমতাবস্থায় বনবিভাগকে জড়িয়ে ভূল তথ্য দিয়ে অসৎ উদ্দেশ্যে জনগনকে বিভ্রান্ত করে অনৈতিকভাবে লাভবান হওয়ার আশায় সম্পুর্ন কল্পনা প্রসূত মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ধরণের বিভ্রান্তকর সংবাদ প্রচার না করার জন্য বিশেষ ভাবে অনুরুধ করা হচ্ছে।

 

“অনুরুধ ক্রমে”
মোঃ মোজাম্মেল হোসেন

রেঞ্জ কর্মকর্তা
ভালুকা রেঞ্জ,ময়মনসিংহ বন বিভাগ।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপলোড সময়: ০৪:৩৮:১২ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১

বিজ্ঞপ্তিঃ-

গত ০৮-০১-২০২১ খ্রি:তারিখে দিগন্তবার্তা ডটকম (অনলাইন নিউজ পোর্টাল) এ প্রচারিত “ভালুকায় টিনের বেড়া দিয়ে বন বিভাগের জমিতে বসতঘর নির্মানের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি ভালুকা রেঞ্জ দপ্তরের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃত ঘটনা হচ্ছে ভালুকা উপজেলার ধামশুর মৌজার সিএস/এসএ ১১০৮ নং দাগটি গেজেট বিজ্ঞপ্তিত বনভূমি হওয়া সত্বেও সকল ভূমিকে জেলা প্রশাসক ও ভূমি দপ্তর হতে ব্যাপকভাবে আর ও আর ও বন্দোবস্ত প্রদান করা হয়েছে এবং সেটেলমেন্ট দপ্তর ময়মনসিংহ হতে সর্বশেষ বি.আর.এস, জরীপে কোন ভূমিই বনের নামে রেকর্ড করা হয়নাই। ফলে বিভিন্ন ব্যক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের নামে আর ও আর, বন্দোবস্ত বি.আর. এস, খতিয়ান প্রাপ্ত হওয়ার কারনে বনবিভাগের মাঠ পর্যায়ের কর্মীদের সাথে প্রতিনিয়ত সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় “দিগন্তটার্তা ডটকম” নামক একটি (অনলাইন নিউজ পোর্টালে) প্রকাশিত সংবাদে সিএস/এসএ দাগ নং ১১০৮ নিয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তাহা ভুল তথ্যভিত্তিক ও বানোয়াট। কঞ্জিউমার নীটেক্স দীর্ঘদিন পূর্ব হইতে তাহাদের আর ও আর ও বন্দোবস্ত পাওয়া ভূমিতে সীমানা প্রাচীর নির্মাণ করে শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করিয়াছেন। উক্ত দাগে বিভিন্ন আদালতে একাধিক মামলা চলমান আছে। সবুজ মিয়া এবং সুরুজ মিয়া দীর্ঘদিন পূর্ব হইতে অনুরুপ ভূমিতে বসবাস করছেন। বি.আর.এস, জরীপে গেজেট বিজ্ঞপ্তিত বনভূমি বনের নামে রেকর্ডভূক্ত না হওয়ায় ভূমি মন্ত্রনালয় ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের নির্দেশ অনুযায়ী ভূমি জরীপ ও রেকর্ড অধিদপ্তর এর সাথে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এমতাবস্থায় বনবিভাগকে জড়িয়ে ভূল তথ্য দিয়ে অসৎ উদ্দেশ্যে জনগনকে বিভ্রান্ত করে অনৈতিকভাবে লাভবান হওয়ার আশায় সম্পুর্ন কল্পনা প্রসূত মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ধরণের বিভ্রান্তকর সংবাদ প্রচার না করার জন্য বিশেষ ভাবে অনুরুধ করা হচ্ছে।

 

“অনুরুধ ক্রমে”
মোঃ মোজাম্মেল হোসেন

রেঞ্জ কর্মকর্তা
ভালুকা রেঞ্জ,ময়মনসিংহ বন বিভাগ।