টি.আই সানি,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে যুবক সোহেল ভূঁইয়ার (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নলগাঁও গ্রামের রফিকুল ইসলাম ভূঁইয়ার ছেলে। শুক্রবার দুপুর ১২টায় রাজাবাড়ী বাজারের দক্ষিন পাশে (অনিখিলের চালা) থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ শেখ এর সত্যতা নিশ্চিত করেছেন। এসআই আমজাদ শেখ জানান, অনিখিলের চালা বাঁশঝারের নিচে সোহেল ভূঁইয়ার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবাবের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে সোহেল গতকাল বৃহস্পতিবার রাতে বাড়ী থেকে রাগ করে চলে আসে এবং বলে আসে আমি আর বাড়ীতে আসব না। তবে, কি নিয়ে রাগ করেছে তা জানা যায়নি। নিহতের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের পাশে একটি কীটনাশকের বোতল, পকেটে কিছু টাকা এবং মোবাইল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কীটনাশক পান করেই সে আত্মহত্যা করে থাকতে পারে। মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.