ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেনাপোলে আনন্দ শোভাযাত্রা

- আপলোড সময়: ০৩:২৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
- / ৫৪৩ বার পড়া হয়েছে

ফারুক হাসান,বেনাপোল প্রতিনিধিঃ গৌরব, ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় আনন্দ শোভাযাত্রা করেছে বাংলাদেশ ছাত্রলীগ শার্শা উপজেলা ও বেনাপোল পৌর ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসাইনের নের্তত্বে আনন্দ শোভাযাত্রাটি বেনাপোল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর আওয়ামীলীগের কার্যালয়ে এসে শেষ হয়। এসময় আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাসির হোসেন, সহ সভাপতি আমিনুর রহমান লিটন,সহ-সভাপতি টুটুল হোসেন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, উপ-বন ও বিষয়ক সম্পাদক শেখ টিটো, বেনাপোল পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক ও নামাজ গ্রাম ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাজু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক শার্শা উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি রাকিব আহমেদ, সহ-সভাপতি রাকিবুজ্জামান রাকিব, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সানি, সাংগঠনিক সম্পাদক এম আহসানুর রহমান ইমন ও শার্শা উপজেলা এবং পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।