তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধান ক্ষেত থেকে শিয়ালের খাওয়া এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার খৈরাটি নামক স্থান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার খৈরাটি গ্রামে মৃত ওই যুবক মানসিক ভারসাম্য হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় ঘুরাফেরা করছিল। বৃহস্পতিবার রাতে ধান ক্ষেতে শিয়ালে লাশ টানা হেঁচড়া করতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ রাতেই লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া জানান, শিয়ালে লাশটির ডান হাতের কিছু অংশ খেয়ে ক্ষতবিক্ষত করে ফেলেছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এপর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এবং লাশের পরিচয় উদ্ধারে জোর প্রচেষ্টা চলছে।