ফুলপুরে প্রভাবশালীদের সীমানাপ্রাচীর করায় অবরুদ্ধ মুক্তিযোদ্ধার পরিবার
- আপলোড সময়: ১১:১৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
- / ২২৩ বার পড়া হয়েছে
তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে প্রভাবশালীদের সীমানাপ্রাচী করায় অবরুদ্ধ হয়ে আছে একটি মুক্তিযোদ্ধা পরিবার। ফুলপুর পৌরশহরে রাস্তা না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন নিরীহ এক মুক্তিযোদ্ধার পরিবারসহ বেশ কয়েকটি পরিবার। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। পৌর আইন না মেনে আবাসন নির্মাণ করলেও রাস্তার চিন্তা কেউ করেনি। ফলে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারটি তাদের ভোগান্তির কথা তুলে ধরছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, ফুলপুর পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল ঘেঁষে বেশ কয়েকটি পরিবারের বসবাস। পাশেই রয়েছে বীর মুক্তিযোদ্ধা মরহুম জনাব আলীর মেয়ের বাসা। এ পরিবারের সামনেই স্থানীয়রা বাসাসহ দোকানপাট নির্মাণ করেছেন। সামান্য পরিমাণ জায়গাও রাখা হয়নি। তাদের দাবি, এসব জায়গার ব্যক্তিগত মালিক তারা। এ জন্যই রাস্তার জায়গা রাখা হয়নি।ফুলপুর পৌরসভা সূত্রে জানা যায়, প্রতিবেশীর বাসার সামনে দোকানপাট বা বাসা করলেও পৌরসভার অনুমোদনক্রমে রাস্তার জায়গা রাখার নিয়ম। প্রথম শ্রেণির এ পৌরসভায় আইন না মেনে তৈরি করা হয়েছে এসব দোকানপাট ও বাসা। এ অবস্থায় সামনের জায়গা না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়ালের ওপর দিয়ে ভুক্তভোগী এসব পরিবারের সদস্যরা চলাফেরা করতেন। হাসপাতাল কর্তৃপক্ষের মানবিক দৃষ্টির কারণে দীর্ঘদিন ধরে চলাফেরা করলেও বর্তমানে হাসপাতালের সীমানাপ্রাচীর নির্মাণ করায় তারা পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিতভাবে রাস্তার জন্য আবেদন করা হয়েছে বলে জানায় ভুক্তভোগী এসব পরিবার। বাসায় অবরুদ্ধ মুক্তিযোদ্ধার সন্তান ইফফাত আরা সাথী জানান, প্রশাসন, জনপ্রতিনিধিসহ সবার দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রতিকার পাইনি। বর্তমানে ঘর থেকে বের হতে পারছি না। এ অবস্থায় প্রধানমন্ত্রীর সহায়তা চান তিনি। তাঁর দাবি, মুক্তিযোদ্ধাদের কষ্ট মেনে নিতে পারবেন না বর্তমানের প্রধানমন্ত্রী। তিনি আমাদের মমতাময়ী মা। এ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের জন্য যা করা হয়েছে তাঁর বিচক্ষণ নেতৃত্বের জন্য। অবরুদ্ধ পরিবারের সায়েদুর রহমান রাসেল, সাহেদুর রহমান, আবুল কালাম ,আপন মিয়াসহ সবার দাবি, রাস্তা না দিলে তাঁদের চরম ভোগান্তি লেগেই থাকবে।সাবেক ছাত্রনেতা আজাদুর রহমান জানান, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের যে সম্মান দিয়েছে, তা অতীতে আর হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর আমলে কোনো মুক্তিযোদ্ধার পরিবার এভাবে অবরুদ্ধ থাকলে তা হবে দুঃখজনক। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। রাস্তার জন্য অবরুদ্ধ থাকতে হবে না মুক্তিযোদ্ধাসহ কোনো পরিবারকে। এব্যাপারে প্রয়োনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।