বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও মিলাদমোহফিলের আয়োজন করা হয়। ৫ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নতুন বাসস্ট্যান্ড বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির নেতা আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।উপজেলা ছাত্রদল নেতা আতিকুল ইসলাম মোল্লাহর সভাপতিত্বে ও আহসান সেখের পরিচালনায় এ সময় উপস্থিত ছলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সালাউদ্দিন আহমেদ, পৌর মেয়র প্রাথী আলহাজ্ব হাতেম খান, আবুল কালাম আজাদ, নাছির উদ্দিন সরকার, আব্দুস সালাম, মোস্তাফিজুর রহমান মামুন, মনিরুľামান মনির ও সৌমিক হাসান সোহাগ প্রমূখ। আলোচনাসভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।