গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু
- আপলোড সময়: ০৫:১৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
- / ২৫৮ বার পড়া হয়েছে
তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গাছবোঝাই লড়িচাপায় শহিদুল হক (৫২) নামে এক কীটনাশক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। স্থানীয় জনতা ঘাতক লড়িটি আটক করতে পারলেও চালক পালিয়ে যান। গফরগাঁও পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটে সোমবার রাত সোয়া ১০টায় গফরগাঁও-ভালুকা সড়কের হাটুরিয়া বাইপাস মোড়ে। জানা যায়, উপজেলার মশাখালী ইউনিয়নের বীর খারম্নয়া (ছয়ানী) গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে শহিদুল হকসহ কয়েকজন মিলে বিভিন্ন কম্পানির কীটনাশক এনে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে সরবরাহ করেন। সোমবার শহিদুল হক ব্যবসায়ীক পার্টনার সোহাগকে নিয়ে কীটনাশক বিক্রির টাকা আদায় করতে মোটরসাইকেলযোগে টাঙ্গাইল যায়। রাতে গফরগাঁও-ভালুকা সড়ক পথে ফিরে আসার সময় হাটুরিয়া বাইপাস মোড়ে বিপরিত দিক থেকে গাছবোঝাই একটি লড়ি তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা শহিদুল হক ঘটনাস্থলেই মারা যান ও সঙ্গী সোহাগ আহত হন। পরে স্থানীয় লোকজন লড়িটি আটক করলেও চালক পালিয়ে যান। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ লাশ ও লড়িটি থানায় নিয়ে আসেন।গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকুল সরকার বলেন, এ ব্যাপারে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে।