ত্রিশালে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্যর্যালী
- আপলোড সময়: ০৪:১৯:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
- / ২৮১ বার পড়া হয়েছে
মোহাম্মদ সেলিম,ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সোমবার বিকেলে এক বিশাল বর্ণাঢ্যর্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।সরকারি নজরুল কলেজ মাঠ থেকে উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসান মাহমুদের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে ত্রিশাল বাসষ্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়। র্যালি উদ্বোধন করেন স্থানীয় সাংসদ হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী। র্যালিতে অংশগ্রহন করেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ও আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকের মেয়রপ্রার্থী আলহাজ্ব নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, উপজেলা আ’লীগের যুগ্ন-আহবায়ক আশরাফুল ইসলাম, সদস্য ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরান হোসেন ও পৌর ছাত্রলীগ সভাপতি মনোয়ার হোসেন প্রমূখ। র্যালী শেষে ত্রিশাল সরকারী নজরুল কলেজের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।