মঠবাড়িয়ায় ওয়ালটনের উদ্যোগে করোনা প্রতিরোধে সচেতনতা র্যালী ও ম্যাস্ক বিতরণ

- আপলোড সময়: ০১:৪৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
- / ৪১৩ বার পড়া হয়েছে

শাকিল আহমদ,মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা পরিস্থিতিতে সাধারন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে র্যালী ও ম্যাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার সকালে আর এম ইলেক্ট্রনিক্সের আয়োজনে দেশের জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটনের উদ্যোগে লক্ষ্য অর্জনের ২০২১ উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ এবং পথচারীদের মাঝে ম্যাস্ক বিতরণ করে। র্যালী শেষে এক পথসভায় করোনা পরিস্থিতে করোণীয় সম্পর্কে বক্তব্য রাখেন, ওয়াল্টনের মঠবাড়িয়া পরিবেশক মো. খলিলুর রহমান, শিক্ষানুরাগী খাইরুল ইসলাম কামাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক জামাল এইচ আকন, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার প্রমূখ। পৌর শহরের কেএম লতীফ সুপার মার্কেট থেকে শুরু হওয়া এ র্যালীতে শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের কয়েক‘শ নারী-পুরুষ সামাজিক দূরত্ব বজায় রেখে অংশ গ্রহণ করেন।