ময়মনসিংহ ০৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

হালুয়াঘাটে গারো পাহাড় পর্যটন কেন্দ্রের মডেল উন্মোচন

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৪:২৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
  • / ৪৯৮ বার পড়া হয়েছে

তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের হালুয়াঘাটে গারো পাহাড় পর্যটন কেন্দ্রের মডেল উন্মোচন করা হয়। হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের গাবরাখালী গারো পাহাড়ে পর্যটন কেন্দ্রের মডেল উন্মোচন এবং রেস্ট হাউজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে গাবরাখালী গারো পাহাড়ের পাদদেশে উপজেলা নির্বাহী অফিসার মো: রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো: মিজানুর রহমান। এ সময় তিনি তার সফরসঙ্গীদের নিয়ে পর্যটন কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি দেখে বিভিন্ন পরামর্শ দেন। পরে সকলকে নিয়ে পর্যটন কেন্দ্রের মডেল উন্মোচন, রেস্ট হাউজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মোনাজাতে অংশ নেন। তিনি আরো বলেন, এই প্রকল্পের কাজগুলো শেষ হলে সারাদেশে হালুয়াঘাটকে নতুন করে চেনার সুযোগ তৈরি হবে এবং অবহেলিত অত্র এলাকাটির অনেক উন্নয়ন হবে এবং অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি তিনি জেলা প্রশাসন থেকে ভবিষ্যতেও এই পর্যটন কেন্দ্রের সার্বিক সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং এই অগ্রগতির কুশীলবদের ভূয়সী প্রশংসা করেন। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, কৃষি অফিসার মো: মাসুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: আলাল উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, সমবায় অফিসার মো: কামরুল হুদা, গাজিরভিটা ইউপি চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন প্রমুখ। উল্লেখ্য, পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আকৃষ্ট করতে নির্মাণ করা হচ্ছে সুদৃশ্য প্রধান ফটক, ডিসপ্লে মডেল, তথ্য কেন্দ্র, গাড়ি পার্কিং জোন, ক্যান্টিন, ওয়াচ টাওয়ার, মিনি চিড়িয়াখানা, মনোরম লেক ও ওয়াটার বোট, ব্রিজ, স্ট্রেম্পিং রোডসহ অনেক কিছু। এতে জেলা পরিষদের বরাদ্দের পাশাপাশি হালুয়াঘাট উপজেলা পরিষদ থেকে এখন পর্যন্ত ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পরবর্তী সময়ে আর্থিক বরাদ্ধ অব‍্যাহত থাকবে বলে জানাযায়।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

হালুয়াঘাটে গারো পাহাড় পর্যটন কেন্দ্রের মডেল উন্মোচন

আপলোড সময়: ০৪:২৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০

তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের হালুয়াঘাটে গারো পাহাড় পর্যটন কেন্দ্রের মডেল উন্মোচন করা হয়। হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের গাবরাখালী গারো পাহাড়ে পর্যটন কেন্দ্রের মডেল উন্মোচন এবং রেস্ট হাউজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে গাবরাখালী গারো পাহাড়ের পাদদেশে উপজেলা নির্বাহী অফিসার মো: রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো: মিজানুর রহমান। এ সময় তিনি তার সফরসঙ্গীদের নিয়ে পর্যটন কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি দেখে বিভিন্ন পরামর্শ দেন। পরে সকলকে নিয়ে পর্যটন কেন্দ্রের মডেল উন্মোচন, রেস্ট হাউজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মোনাজাতে অংশ নেন। তিনি আরো বলেন, এই প্রকল্পের কাজগুলো শেষ হলে সারাদেশে হালুয়াঘাটকে নতুন করে চেনার সুযোগ তৈরি হবে এবং অবহেলিত অত্র এলাকাটির অনেক উন্নয়ন হবে এবং অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি তিনি জেলা প্রশাসন থেকে ভবিষ্যতেও এই পর্যটন কেন্দ্রের সার্বিক সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং এই অগ্রগতির কুশীলবদের ভূয়সী প্রশংসা করেন। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, কৃষি অফিসার মো: মাসুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: আলাল উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, সমবায় অফিসার মো: কামরুল হুদা, গাজিরভিটা ইউপি চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন প্রমুখ। উল্লেখ্য, পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আকৃষ্ট করতে নির্মাণ করা হচ্ছে সুদৃশ্য প্রধান ফটক, ডিসপ্লে মডেল, তথ্য কেন্দ্র, গাড়ি পার্কিং জোন, ক্যান্টিন, ওয়াচ টাওয়ার, মিনি চিড়িয়াখানা, মনোরম লেক ও ওয়াটার বোট, ব্রিজ, স্ট্রেম্পিং রোডসহ অনেক কিছু। এতে জেলা পরিষদের বরাদ্দের পাশাপাশি হালুয়াঘাট উপজেলা পরিষদ থেকে এখন পর্যন্ত ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পরবর্তী সময়ে আর্থিক বরাদ্ধ অব‍্যাহত থাকবে বলে জানাযায়।