বুধবার, ০১ মে ২০২৪, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ভালুকায় মে দিবস উপলক্ষে মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের র‌্যালী শিল্পবান্ধব স্মার্ট ভালুকা গড়ে তুলতে চান ————- ড. মামুদুল হাসান বৃষ্টির জন্য ভালুকায় ইস্তিসকার নামাজ আদায় ভালুকায় কলেজ পড়ুয়া ছেলের হাতে শিক্ষক বাবা খুন ভালুকায় ড্রাইভার ও পথচারীদের মাঝে খাবার স্যালাইন বিতরণ ভালুকায় ইউপি চেয়ারম্যানের বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভালুকায় টাকার বিনিময়ে ইউনিয়ন তাঁতী লীগের কমিটি দেওয়ার অভিযোগ ভালুকায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রার্থী সাদিকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালিত ভালুকায় ল্যান্ডমার্ক সিটি পার্টি সেন্টার উদ্বোধন জেলায় শ্রেষ্ঠ ওসি ভালুকা মডেল থানার ওসি”শাহ্ কামাল আকন্দ”

হালুয়াঘাটে বাম্পার ফলনে যাচ্ছে সরিষা

  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ১১.৪৫ এএম
  • ২৫০ বার পাঠিত

তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের হালুয়াঘাটে বাম্পার ফলনে যাচ্ছে সরিষা। এবার অন্যান্য বারের তুলনায় সরিষার আবাদ হয়েছে সবচেয়ে বেশি। সরিষা ক্ষেতে ইতিমধ্যে বীজও আসতে শুরু করেছে। আবহাওয়া ভালো থাকায় এবার বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন চাষিরা। উপজেলায় এবার জমির পর জমিতে সরিষার আবাদ দেখা গেছে। মাঠের পর মাঠজুড়ে সরিষা ফুলের দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায়। ফুলে ফুলে মধু আহরণে ভিড় করছে দলবদ্ধ মৌমাছি। তবে অনেক জমিতেই ফুল শেষ হয়ে বীজ দেখা গেছে। বীজগুলো বেশ তরতাজা, যা ভালো ফলনের সম্ভাবনার জানান দিচ্ছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় এবার উপজেলায় ১৪শ ৬০ জন কৃষককে বিনামূল্যে ১ কেজি করে বারি-১৪ জাতের ভালো মানের সরিষার বীজ দেওয়া হয়েছে। অক্টোবর মাসের ১৫ তারিখ থেকে নভেম্বর মাসের ১৫ তারিখের মধ্যে সরিষার বীজ বোপন করার ভালো সময়। প্রতিটি সরিষার জীবনকাল ৮০ থেকে ৯০ দিন হয়ে থাকে। এখন সব সরিষা ক্ষেতে বীজ চলে এসেছে। ২৫ জানুয়ারির মধ্যেই সরিষা কৃষক ঘরে তুলতে পারবে বলে জানান। স্বদেশী ইউনিয়নের নাশুল্লা গ্রামের সরিষা চাষি জামাল হোসেন বলেন, গত বছর এক বিঘা জমিতে সরিষার চাষ করে লাভবান হওয়ায় এ বছর দুই বিঘায় সরিষা চাষ করেছেন। সরিষার ফুল শেষে ভালো আর বড় বড় বীজ দেখা যাচ্ছে। আশা করছি ন্যায্য মূল্য পেলে আমরা এবারও লাভবান হবো। নাশুল্লা গ্রামের আরেক চাষি আবুল কালাম বলেন, এবার দেড় বিঘা জমিতে সরিষা চাষ করেছি। এখন পর্যন্ত জমিতে কোনো সমস্যা দেখা যায়নি। বরং সুন্দর আর স্বাস্থ্যবান বীজের দেখা পাওয়া যাচ্ছে। এতে ভালো ফলন পেয়ে লাভবান হতে পারবো। নাশুল্লা গ্রামের কৃষক আনারুল বলেন, এবার সব কৃষকের জমিতেই ভালো ফুল শেষে তরতাজা বীজ আসতে শুরু করেছে। এতে ভালো ফলনের আশা করছেন তারা। যদি এ বছর সরিষার ভালো মূল্য পাওয়া যায়, তবে সব সরিষা চাষিই লাভবান হবেন। হালুয়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, সরিষা চাষে ৭৫৫ হেক্টর জমিতে এ বছর আমাদের লক্ষ্যমাত্রা ছিলো। কৃষকরা গত বছর ভালো মূল্য পাওয়ায় ও আমাদের কৃষি অফিস থেকে ১৪শ ৬০ জন কৃষককে বিনামূল্যে ভালো জাতের বীজ দেওয়ায় এবার সরিষার চাষাবাদ বেড়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়ে ৯৬৫ হেক্টর জমিতে সরিষার চাষ করেছেন কৃষকরা। এবার আবহাওয়া খুবই ভালো। কুয়াশা খুবই কম। আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। আমরা আশাকরছি আগামী বছর সরিষা চাষ আরো বৃদ্ধি পাবে। যে কারনে ময়মনসিংহের হালুয়াঘাটে বাম্পার ফলনে যাচ্ছে সরিষা।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs