বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আংগারগাড়া গ্রামের বীর মুক্তিযোদ্বা আবুল কালাম আজাদের নিজ বাড়িতে শাহ আকলপুরী কালাম মঞ্জিল পাক দরবারের উদ্বোগে ৪৬ তম বাৎসরিক মহা পবিত্র ওরছ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আজ বুধবার (৩০ ডিসেম্বর) সারা রাত ব্যাপি এ পবিত্র ওরছ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ-১১ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ ও ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলজাজ্ব সাইফুল ইসলাম। প্রতি বছরের ন্যায় পবিত্র এই ওরছ ও দোয়া মাহফিলে ভক্ত আশেকান সহ এলাকার সকল শ্রেণী পেশার মানুষকে উপস্থিত হয়ে অংশ গ্রহন করার জন্য বিনীত আহবান জানিয়েছেন অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্বা আবুল কালাম আজাদ। পবিত্র এই ওরছ মাহফিলে ফজর বাদ আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।