বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:৫৪ পূর্বাহ্ন

বেনাপোলে যুবক কে শ্বাসরোধ করে হত্যা

  • আপডেট টাইম : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ৯.৫৮ এএম
  • ২২২ বার পাঠিত

ফারুক হাসান,বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোলের দুর্গাপুর গ্রামে  আল আমিন নামে এক যুবক কে শ্বাসরোধ করে হত্যা করেছে  দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রোববার গভীর রাত্রে তার বাড়ির পাশে । পারিবারিক সূত্রে জানা যায়, গতরাতে সকলে রাতের খাবার খাওয়ার পর আল-আমিন  তার ঘরে শুয়ে পড়ে। পরে কে বা কাহারা তাকে বাহিরে ডেকে নিয়ে গেছে আমাদের জানা নেই। তবে যারা আল-আমিনকে গভীর রাতে বাহিরে ডেকে নিয়ে গেছে তারাই তাকে হত্যা করেছে বলে নিহতের পরিবার দাবি করছে।  নিহত আলামিন দুর্গাপুর গ্রামের মিজানুর রহমান এর ছেলে। সে বেনাপোল স্থল বন্দরের ৩৭ নং শেডে এনজিও  হিসাবে কর্মরত ছিল। বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, সকালে মোবাইলে খবর পায় বেনাপোল দুর্গাপুর ওয়ার্ডে এক যুবককে হত্যা করা হয়েছে। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে যুবককে  শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs