ফারুক হাসান,বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শায় ৩৮০ বোতল ফেন্সিডিল সহ সোহাগ হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ ডিসেম্বর) সকালে বাগআঁচড়া ইছাপুর বিলের মধ্যে থেকে আটক করা হয়।আটকৃত আসামি শার্শা থানার ইছাপুর গ্রামের কিতাব আলী বিশ্বাসের ছেলে। বাগআঁচড়া ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমান ফেন্সিডিল সহ ইছাপুর বিলের মাঠের মধ্যে থেকে৩৮০ বোতল সহ আসামিকে আটক করা হয়।আটকৃতের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হবে।