ত্রিশাল পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি নবী নেওয়াজ সরকারকে সংবর্ধনা
- আপলোড সময়: ০৩:৩৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ৩১২ বার পড়া হয়েছে
মোহাম্মদ সেলিম,ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি নবী নেওয়াজ সরকারকে সংবর্ধনা দেন আওয়ামী লীগের দলীয় নেতা কর্মী ও হাজারও জনতা। (২৭শে ডিসেম্বর ) রবিবার বিকেলে নজরুল একাডেমির মাঠ থেকে প্রাইভেট কার, মটরসাইকেল, সি এন জি নিয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে নবী নেওয়াজ সরকার কে বগার বাজার থেকে সংবর্ধনা দেন দলের নেতা কর্মী। মেয়র পদে প্রবীণ নেতা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বর্তমান বি আর ডি ভির চেয়ারম্যান আলহাজ্ব নবী নেওয়াজ সরকার আওয়ামী লীগের দলীয় নৌকার মনোনয়ন পাওয়ায় ত্রিশালে আনন্দ মিছিল ও নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে।মিছিলে নেতৃত্ব দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ ও যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান শহীদ সোহেল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুল আলম পারভেজ সহ নেতারা উপস্থিত ছিলেন। পরে মাদানী সিএনজিতে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এন এম শোভা মিয়া আকন্দ, আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট জিয়াউল হক সবুজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, প্রমূখ। সভা পরিচালনা করেন পৌরআওয়ামীলীগের সাবেক যুগ্ন আহবায়ক মোখছেদুল আমীন। নৌকার মাঝি জনতার উদ্যেশে নবী নেওয়াজ সরকার বলেন ছাত্রলীগ থেকে শুরু করে দীর্ঘদিন দলের একজন কর্মী হয়ে কাজ করেছি। কিছুই পাইনি জীবনের শেষ প্রন্তে এসে এখন আমার নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন আমি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, আল্লাহর রহমত ও সবার সহযোগিতা পেলে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে আমি মেয়র নির্বাচিত হব ইনশাআল্লাহ।