বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ডিবির ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র অভিযানে এসআই মোঃ শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ ভালুকা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে শুক্রবার (২৫ ডিসেম্বর) উপজেলার স্কয়ার মাষ্টার বাড়ী থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নান্দিয়া সাংঙ্গুন এলাকার আঃ মালেকের ছেলে মাদক ব্যবসায়ী আঃ রশিদ (২৬), পাইটালবাড়ী এলাকার ফারুক মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী হাসান মিয়া (২২), কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার পূর্ব করাতিপাড়া এলাকার মোহাম্মদ আলী আঃ রহিম (২১), ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের তরফসানি গেইট স্কয়ার মাস্টারবাড়ী এলাকার জনৈক গিয়াস উদ্দিনের বাসার ভাড়াটিয়া পাগলা থানার ইংরাজ আলীর ছেলে আমির হোসেন (১৯), ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের তরফসানি স্কয়ার মাস্টারবাড়ী এলাকার জনৈক মুগলের বাসার ভাড়াটিয়া পাগলা থানার পাতলাসী এলাকার নুরুল হকের ছেলে আনোয়ার হোসেন (২৮) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.