শ্রীপুর পৌর নির্বাচনে নৌকা মার্কা বিজয়ী করতে ভোট চাই…এমপি সবুজ
- আপলোড সময়: ১২:৫৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
- / ২৯৬ বার পড়া হয়েছে
টি.আই সানি,গাজীপুর প্রতিনিধিঃ আসন্ন পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা এরই মধ্যে শুরু হয়ে গেছে। প্রতিবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীপুর পৌরসভা নির্বাচন। আগামী ১৬ জানুয়ারি ২০২১ শ্রীপুর পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর নতুন তারিখ ঘোষণার সাথে সাথে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিক বিজয়ী করতে কাজ করছেন তৃণমূলের নেতাকর্মীর। নৌকা বিজয়ী করতে শনিবার ২৬ ডিসেম্বর সদর উপজেলার শিরিরচালা গ্রামের পুস্পদাম রিসোর্টে পৌর আ.লীগের আয়োজনে অনুষ্ঠিত হয় কর্মী সভা। অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামিলীগের তৃণমূলের নেতা-কর্মীরা আগামী নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকের মেয়র প্রার্থী আনিছুর রহমান আনিছকে বিজয়ী করতে কর্মী সভা মঞ্চে কাজ করার ঘোষণা দেন। এসময় ওয়ার্ড আওয়ামিলীগের নেতারা এবং শ্রীপুর উপজেলা যুবমহিলা আওয়ামিলীগ নেতাকর্মীরা বলেন, নির্বাচনে নৌকা বিজয়ী করতে রাত দিন পরিশ্রম করবো। এবং শান্তিপূর্ন ভোট কাস্ট করার জন্য কাজ করবো। আমার ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে প্রতিটি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আগামী নির্বাচনে আনিছুর রহমান ভাইকে বিজয়ী করে স্থানীয় সাংসদকে উপহার দেবো। পৌর আওয়ামীলীগের সভাপতি মো.সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নূরে আলম মোল্লার সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ মোহাম্মদ ইকবাল হোসের সবুজ। আগামী ১৬ জানুয়ারী নৌকা বিজয়ী করে প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করতে, পৌরসভার ভোটারদের কাছে ভোট প্রর্থনা করেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য। তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর মত এত বড় একটি প্রকল্প করে দেখিয়ে দিয়েছেন। তেমন ভাবে আমাদের শ্রীপুরে উন্নয়ন করতে আগামী নির্বাচনে নৌকা বিজয়ী করে উন্নয়নে অংশ গ্রহণ করতে ভোটারদের প্রতি আহবান জানান। নৌকার মাঝি আনিছুর রহমান বলেন, আওয়ামীলীগের দুঃসময়ে রাজপথে আন্দোলন করেছি। দীর্ঘ সময় পৌরসভার দায়িত্ব পালন করছি। যতদূর পেরেছি সর্বোচ্চ দিয়ে পৌরবাসীর সেবা করতে সক্ষম হয়েছি। ২০০৮ সালে আমার নির্বাচনে যড়যন্ত্র করেছিলো একটি মহল। কিন্তু সকল যড়যন্ত্র অপেক্ষা করে আপনারা আমাকে ভোট দিয়ে জয়ী করেছেন। আমার বিশ্বাস এবার নির্বাচনে পৌরসভার ভোটারগণ গত নির্বাচনের চেয়ে বেশি ভোট দিয়ে প্রধান মন্ত্রীর নৌকা বিজয়ী করবেন। অনুষ্ঠানে অনন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান এড শামসুল আলম প্রধান, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান বুলবুল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.সাফি উদ্দিন মোড়ল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু আক্তার খান ভুলু, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মো. কফিল উদ্দিন মন্ডলসহ জেলা উপজেলা পৌরসভা ও ওয়ার্ড আওয়ামিলীগের নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।