টি.আই সানি,গাজীপুর প্রতিনিধিঃ এরা ছিনতাইকারি, দীর্ঘদিন ধরে গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক মহাসড়কে ছিনতাই করতো এরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মধ্যরাতে চালককে শ্বাসরোধ করে ইজিবাইক ছিনতাই করে পালানোর সময় দুই যুবককে আটক করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ। শুক্রবার মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মাওনা উত্তরপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে সুমন শেখ লাদেন (১৮) ও গফরগাঁও গ্রামের ইয়ার খানের ছেলে জাহিদুল ইসলাম (২০)। মাওনা হাইওয়ে থানার (ওসি) এআরএম আল মামুন জানান, মধ্যরাতে ইজিবাইক ছিনতাই করে ছিনতাইকারীরা পালিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আমাদের টহল পুলিশ এমসি বাজার এলাকা থেকে তাদের আটক করে। এসময় ছিনতাই হওয়া ইজিবাইক ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত দুইজনকে শ্রীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আশীষ কুমার দাস জানান, এ ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে ওই দুই ছিনতাইকারীকে আদালতে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.