মঠবাড়িয়ার দুর্ধর্ষ ডাকাত জুয়েলসহ ২জন গ্রেফতার
- আপলোড সময়: ১১:৫৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
- / ২৫৯ বার পড়া হয়েছে
মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ার একাধিক ডাকাতি মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত জুয়েল মৃধা ওরফে জুয়েল ডাকাত (৩৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নীলপুর বাজার থেকে জুয়েল গ্রেফতার। গ্রেফতারকৃত জুয়েল মঠবাড়িয়ার সোনাখালী গ্রামের ইউনুচ মৃধার পুত্র। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আঃ জাঃ মোঃ মাসুদুľামান জানান, দুর্র্ধর্ষ ডাকাত জুয়েল মৃধার বিরুদ্ধে ঢাকা আমীন জুয়েলার্স, টাঙ্গাইল ও সম্প্রতি ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতিসহ ১০টি ডাকাতি মামলা এবং আরো ১২টি মামলা রয়েছে। অপর দিকে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের দক্ষিন বন্দর বাদল শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে ৫০পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কাওসার মোল্লা (৪৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কাওসার পার্শবর্তী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের মৃত সত্তার মোল্লার ছেলে।