টি.আই সানি,গাজীপুর প্রতিনিধিঃ মানুষের সেবা করার দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠ দাপিয়ে বেড়াছেন আসন্ন শ্রীপুর পৌরসভা নির্বাচনে ৮ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী ইমরান হোসেন ডন। ডালিম প্রতীক নিয়ে নির্বাচন করছেন তিনি। ইতিমধ্যে মাওনা চৌরাস্তা ও এর আশেপাশের এলাকায় ডনের পক্ষে এক গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে জানান তার কর্মী সমর্থকরা। সুখে দু:খে পাশে থেকে মানুষের সেবা করার জন্য অন্তত একবার সুযোগ দেওয়ার প্রার্থনা নিয়ে ছুটে চলছেন ভোটারদের দ্বারে দ্বারে। স্থানীয় বিভিন্ন জনমতে ইমরান হোসেন ডন বেশ এগিয়ে রয়েছেন। করোনার ভয়াবহ প্রার্দুভাবের সময় ব্যক্তিগত উদ্যোগে অসংখ্য অভাবী মানুষকে বাড়ি বাড়ি গিয়ে খাবার দিয়েছেন। তখনই মূলত ৮ নং ওয়ার্ডের সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তারুণ্যদীপ্ত ইমরান হোসেন ডন। তার কর্মী সমর্থকরা জানান, আসন্ন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ডন কাউন্সিলর নির্বাচিত হবেন এমনটাই আমাদের প্রত্যাশা। এ ওয়ার্ডে বসবাসরত মানুষের সকল নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূল করার অঙ্গীকার নিয়ে ডন প্রচারণা চালাচ্ছেন। দীর্ঘদিন ধরে তিনি আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ডন বলেন, দীর্ঘদিন ধরেই এ এলাকার মানুষ নানা রকম ভোগান্তির শিকার হচ্ছেন। সে সব ভোগান্তি দূর করাই হবে তার প্রথম কাজ। নাগরিক সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করবেন বলে তিনি অঙ্গীকারাবদ্ধ।