মোহাম্মদ সেলিম,ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে আসন্ন ৩০ জানুয়ারী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য দলীয় আওয়ামিলীগ মনোনয়ন প্রত্যাশী উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ এর পক্ষে পৌর নির্বাচনী শোডাউন করেছেন তার সর্মথকরা। বুধবার সন্ধ্যায় নির্বাচনী শোডাউনটি পৌর শহরের দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে দরিরামপুর মাদানী সিএনজি পাম্পে এসে শেষ হয়। পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মতিউর রহমান চানুর নেতৃত্বে নির্বাচনী শোডাউনে পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক মোখছেদুল আমীন, সাবেক কাউন্সিলর আব্দুল বাতেন, কাউন্সিলর দুলাল মন্ডল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রকিব হাসান, শফিউল্লাহ মোস্তফা মনির, রতন আকন্দ, পৌর ছাত্রলীগের সভাপতি মনোয়ার হোসেন সরকার, ছাত্রলীগ নেতা আতিকুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য আশিকুল ইসলাম মাহফুজ, উপজেলা অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আনোয়ার হোসেন মজনু, সরকারী নজরুল কলেজ শাখা ছাত্রলীগ সাধারন সম্পাদক শরীফুজ্জামান সজীব প্রমূখ।