ভালুকায় আশ্রয়ান প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন
- আপলোড সময়: ০১:৩৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
- / ৩৪৪ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: “আশ্রয়ানের অধিকার শেখ হাসিনার উপহার” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকা উপজেলার ১৯৯টি আশ্রয়ান প্রকল্প-২ এর নির্মানাধীন কাজের অগ্রগতি পরিদর্শন করা হয়েছে। সোমবার (২১ডিসেম্বর) দুপুরে ভালুকা উপজেলা বিভিন্ন স্থানে নির্মাধীন কাজের অগ্রগতি পরিদর্শন করেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব, আশ্রয়ান প্রকল্প-২ প্রকল্প পরিচালক মোঃ আল মামুন মুর্শেদ। তিনি মল্লিকবাড়ী ইউনিয়নের ভয়াবহ গ্রামের আশ্রয়ান প্রকল্প-২ হবিরবাড়ীর আশ্রয়ান প্রকল্প-২ সহ উপজেলার বিভিন্ন স্থানে নির্মাণধীন কাজের অগ্রগতি পরিদর্শন করেন।এসময় উপস্থিত ছিলেন ভালুকার স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন, উপজেলা ভূমি কর্মকর্তা মাইন উদ্দিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ, মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসাইন প্রমুখ। এসময় বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, ইউপি সদস্যগণ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।