ত্রিশালে ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত

- আপলোড সময়: ০৩:৫৫:১২ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
- / ৪১০ বার পড়া হয়েছে

মোহাম্মদ সেলিম,ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধিঃ- ময়মনসিংহের ত্রিশালে ত্রিশাল ফার্মাসিটিক্যাল রিপেজেনটিভ এসোসিয়েশন (ফারিয়া) শান্তিপূর্ণভাবে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত দরিরামপুর ফাহাদ ডায়াগনস্টিক সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে ৭০ জন সদস্য তাদের ভোট প্রয়োগ করেন। ভোট চলাকালীন প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন বেক্সিমকো কোম্পানির প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান তরফদার, হেলথ কেয়ার এর প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম। এ সময় ফারিয়ার ময়মনসিংহ জেলা সভাপতি ও কেন্দ্রীয় ফারিয়ার যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল খান ও ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মামুনুর রশিদ নির্বাচন পর্যবেক্ষণ করেন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ সোহানুর রহমান সোহাগ সভাপতি পদে বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে ফখরুল হাসান ফরাজী বিজয়ী হয়েছেন।সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এজাজুল হক। ফলাফল ঘোষণা শেষে এই কমিটির নির্বাচিত সভাপতি সোহানুর রহমান সোহাগ সম্পাদক ফখরুল হাসান ফরাজী ও সাংগঠনিক সম্পাদক এজাজুল হককে আগামী দিনে কর্মকান্ড পরিচালনার জন্য পরাজিতদের সহ সকল সদস্যকে নিয়ে সংগঠনের কর্মকান্ড পরিচালনা করার জন্য অনুরোধ জানান।