ভালুকায় ইসলামী ব্যাংক’র এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

- আপলোড সময়: ০১:৩৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ৩৯১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নে ইসলামী ব্যাংক’র এজেন্ট ব্যাংকিং আংগারগাড়া বাজার শাখার উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলার আংগারগাড়া বাজারে মেসার্স সাফা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী জাকির হোসেন শিবলীর উদ্যোগে এ শাখাটি উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান ইসলামী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ জোন’র বসির আহম্মদ। এবং স্বাগত বক্তব্য রাখেন এফএডিপি ও শাখা প্রধান ইসলামী ব্যাংক, ভালুকা শাখা’র কামাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ থেকে সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। বিশেষ অতিথি ছিলেন, ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা, বিশিষ্ট সমাজসেবক ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ, ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্বা শামছুল হক মনি, বীর মুক্তিযোদ্বা ফজলুল হক তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান আতিকুজ্জামান লষ্কর, মল্লিকবাড়ি ইউপি চেয়ারম্যান এস এম আকরাম হোসাইন, ধীতপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম, প্রভাষক আতাউর রহমান কামাল, ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক নুরে আলম জিকু, শ্রমিকলীগ সভাপতি আসাদুজ্জামান খান দুদু, আংগারগাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মওলানা আঃ হক, আংগারগাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি মিনহাজ উদ্দিন, ছাত্রলীগ সাধারন সম্পাদক শরিফ হোসাইন কাকন প্রমূখ।