টি.আই সানি,গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা টু বাঁশবাড়ী সড়কে নগরহাওলা এসিআই মইজাবাইদ এলাকায় সড়ক দুর্ঘটনায় রনি (২০) নামের এক মোটরসাইকেলারোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া মধ্যপাড়া গ্রমের কাচারিপাড়া এলাকার রহমত উল্লাহন ছেলে। শনিবার সন্ধা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা বলেন, সাড়ে সাতটার দিকে জৈনা যাওয়ার সময় মইজাবাইদ এলাকায় একটি ভ্যান গাড়ির ওপর মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রনি মারা যায় এবং রনির সাথে থাকা তার বন্ধু বাদল মিয়ার ছেলে ফয়সালকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।