যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন মঠবাড়িয়ার তাজউদ্দিন আহমেদ
- আপলোড সময়: ০৪:৫৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
- / ৮১১ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,মঠবাড়িয়া প্রতিনিধিঃ সদ্য ঘোষিত আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্র ও যুবনেতা তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর আদর্শে অনপ্রানিত হয়ে স্কুল জীবনেই ছাত্রলীগের রাজনীতিতে হাতেখড়ি নেন। এরপর মঠবাড়িয়া সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কলেজ ছাত্র সংসদের বাষির্কী সম্পাদক, এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত অবস্থায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য (বাহাদুর-অজয়), আন্তর্জাতিক উপ সম্পাদক (লিয়াকত-বাবু), যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য (নানক-মির্জা আজম), সহ-সম্পাদক (ওমর ফারুক-হারুন অর রশীদ) এবং সর্বশেষ সম্মেলনে যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম নিখিল এর কমিটিতে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সৎ, স্বচ্ছ, বিনয়ী ও এই ত্যাগী যুবনেতাকে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করেন। তাজউদ্দিন আহমেদ প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় তার জন্মস্থান পিরোজপুরের মঠবাড়িয়ার দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। তাছাড়া এলাকার সাধারণ মানুষ উৎফুল ও আনন্দিত। এ দিকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানকে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণ মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।