বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের হিজলী বালিয়াগড়া যুব সমাজের উদ্যোগে ৪২ তম বার্ষিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর শুক্রবার বিকেলে হিজলী বালিয়াগড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে আল কুদ্দুস দাখিল মাদরাসা, এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার সমন্নয়ে মসজিদ ও দাখিল মাদরাসা মাঠে এ ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক, দানবীর, ময়মনসিংহ জেলা আ’লীগের অন্যতম সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ। ইসলামী মহা সম্মেলনে সভাপতিত্ব করেন আল কুদ্দুস দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওলানা মোঃ ছানোয়ার হোসেন। এ সময় অন্যন্যের মাঝে আরও উপস্থিত ছিলেন, আংগারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুজ্জামান লষ্কর, সোনার বাংলা ডিগ্রী কলেজের প্রভাষক আতাউর রহমান কামাল, ডাকাতিয়া ইউনিয়ন আ,লীগের যুব ও ক্রিড়া সম্পাদক নুরে আলম জিকু, ডাকাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন আহাম্মেদ হিমু, শাহ আলম সরকার, বাহাদুর ইসলাম স্বপ্ন প্রমূখ।